এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতুলী গ্রামের হেমন্তী রবি দাস নিখোঁজ হওয়ার পর কেটে গেছে ১২ বছর। অপেক্ষা করতে করতে মারা গেছেন তার মা–বাবা। কিন্তু একমাত্র ভাই রঙ্গু রবি দাস এখনও বোনকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন।
২০১২ সালের ওই ঘটনার পরই পরিবারে নেমে আসে দীর্ঘ শোক। হেমন্তীর নিখোঁজ হওয়ার দুই বছর পর মারা যান মা। আরও তিন বছর পর শোকে চলে যান বাবা। পরিবারের সব দায় দায়িত্ব তখন এসে পড়ে রঙ্গুর কাঁধে।
রঙ্গু রবি দাস বলেন, মা–বাবা দুজনই বোনের অপেক্ষায় চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমি আজও খুঁজি। মনে হয়, আমার হেমন্তী কোথাও না কোথাও বেঁচে আছে।
স্থানীয়দের ভাষ্য, গত ১২ বছরে গ্রামের পর গ্রাম, থানা থেকে থানা—যেখানেই সম্ভব রঙ্গু খোঁজ করেছেন বোনকে। নিরন্তর দৌড়ঝাঁপে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও হার মানেননি কখনো। অবশেষে নরসিংদীর রায়পুরায় সন্ধান পান বোনের।
রঙ্গুর দাবি, সরকার যেন প্রয়োজনীয় আইনি ক্ষমতা প্রয়োগ করে নরসিংদী থেকে তার বোনকে ফেরত আনার ব্যবস্থা করে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।