হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই ফের ৪ শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা। চার শিশু হলো- জেলার বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাব্বি আহমদ (১৩), একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জের দরিয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে নয়ন (১২)। তারা শায়েস্তাগঞ্জ সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ রাব্বির পিতা আহমদ রশিদ মনু জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে পাঞ্জাবী বানানোর কথা বলে মাদ্রাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে তারা। পরে আর মাদ্রাসায় ফিরে যায়নি। সন্ধ্যার দিকে তাদেরকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। কোথাও তাদের পাওয়া যায়নি।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেলিম আহমেদ জানায়, শুক্রবার বিকেলে ছাত্ররা পাঞ্জাবী বানানোর কথা বলে শায়েস্তাগঞ্জ বাজারে যায়। পরে আর তাদরেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, নিখোঁজের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ শিশুদের পরিবারের পক্ষ থেকে পাওয়া যায়নি।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস