হবিগঞ্জ : হবিগঞ্জে স্কুলছাত্রীকে লাঞ্ছিতকারী সেই বখাটেকে গাজীপুর শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ অতিরিক্তি জেলা ও দায়রা জজ ও শিশু আদালতে কিশোর রুহুল আমিন রাহুলকে হাজির করা হয়।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক আতাব উল্লাহ রিমান্ড আবেদন নামঞ্জুর করে গাজীপুর শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
পরে তাকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সামজসেবা অধিদপ্তরের শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে রাহুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক। বিচারক আবেদন নামঞ্জুর করে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হবে বলে এজলাস থেকে নেমে যান। বিকেলে এজলাসে বসার পর তিনি রাহুলকে গাজীপুরের শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাতে পুলিশকে নির্দেশ দেন।
এ বিষয়ে দায়ের করা মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।
গতকাল ৪ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ শহরতলীর রিচি গ্রামের লোকজন রুহুল আমিনকে পুলিশে সোপর্দ করে। পরে তাকে থানা পুলিশ আটক করে।
আটক রুহুল আমিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের আব্দুল মুকিতের ছেলে।
গত ২৬ আগস্ট অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে মারধর করে নবম শ্রেণির ছাত্র বখাটে রুহুল আমর্বোহুল। এ ঘটনা ভিডিও করে গত ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় তার বন্ধুরা।
এতে হবিগঞ্জের বিভিন্ন মহলসহ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত ৪ সেপ্টেম্বর সকালে ঘটনার প্রতিবাদে শহরের টাউনহল এলাকায় একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়।
৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর