মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ০১:২৫:০৭

আলোচিত সেই ৪ শিশু খুনে ৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

আলোচিত সেই ৪ শিশু খুনে ৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

হবিগঞ্জ : হবিগঞ্জের আলোচিত সেই চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগলসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। জেলার সুন্দ্রাটিকি গ্রামে শিশুদের হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় আদালতে এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপন।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
 
আসামিদের মধ্যে আব্দুল আলী বাগল ছাড়াও তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়াসহ সাতজনকে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এছাড়া র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন মামলার অন্যতম প্রধান আসামি বাচ্চু।

গত ১২ ফেব্রুয়ারি বিকালে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

মনির সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র। পাঁচ দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

সুন্দ্রাটিকি গ্রামের দুই পঞ্চায়েত আবদাল মিয়া তালুকদার ও আব্দুল আলী বাগালের পরিবারের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার তদন্ত ও আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে।
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে