শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৭:৩৮:৩৩

‌লোকমিয়ার আক্ষেপ, ‘রাতেই চারজনকে কবর দিতে অইব’

‌লোকমিয়ার আক্ষেপ, ‘রাতেই চারজনকে কবর দিতে অইব’

হবিগঞ্জ : নৌকাডুবিতে একসঙ্গে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।  হবিগঞ্জের লাখাই এলাকায় নৌকাডুবিতে তারা মারা যান।  

মুতরা হলেন বাবা হক মিয়া, তার ৯ বছরের ছেলে মুজাহিদ, ৭ বছরের মেয়ে জান্নাত এবং ৮ বছর বয়সী ভাজিতা সৌরভ।  নিহতদের সবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাইকান্দি গ্রামে।

সৌরভের বাবা লোকমিয়া সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হাওরে নৌকাডুবির খবর পেয়ে ছুটে যান তারা।  

তিনি জানান, একটি শিশুর সুন্নত এ খাতনার অনুষ্ঠানে যোগ দিতে তার ভাই হক মিয়া লাখাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।  এ সময় তার ছেলে সৌরভও যাওয়ার ইচ্ছা পোষণ করে।  পরে স্ত্রী, দুই সন্তান ও ভাজিতা ও স্ত্রীর ভাইকে নিয়ে সকাল ১০টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় রওনা হন তিনি।  

লোকমিয়া সরকার জানান, বাড়ি থেকে আনুমানিক ছয় কিলোমিটার দূরে হাওরের ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।  পরে স্থানীয়রা হক মিয়ার স্ত্রী, এক সন্তান ও স্ত্রীর ভাইকে জীবিত উদ্ধার করলেও বাকিরা মারা যায়।

লোকমিয়ার তিন সন্তানের মধ্যে সৌরভ অষ্টগ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।  

লোকমিয়া বলেন, ভাই নাইয়র যাইব শুইন্যা পোলাডাও আবদার করছিল সাথে যাইবার।  গেল যে, একবারেই চইল্যা গেল পোলাডা আমার।

তিনি বলেন, সাত মাইল দূরের পথের ছয় মাইল ভালোয় ভালোয় গেছিল।  এরপর আফাল (উঁচু ঢেউ) আইয়া বাড়ি দিল নৌকারে।

চারজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা।  শোকের ছায়া নেমে এসেছে বরাইকান্দি গ্রামে।  দলে দলে মানুষ ছুটে আসছেন সান্ত্বনা দিতে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মরদেহ চারটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোকমিয়া বলেন, সবাইরে বিদায় জানাতে অইবো। পুলিশের কাছে কাগজপত্র কইরা লাশ নিয়া আসলাম। গোছল দিলাম।  রাতেই চারজনকে কবর দিতে অইব।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে