মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ০৯:২৫:৫২

অবৈধপথে ভারতে পাচার হওয়ার দুই বছর পর অবশেষে তরুণীদের হস্তান্তর

অবৈধপথে ভারতে পাচার হওয়ার দুই বছর পর অবশেষে তরুণীদের হস্তান্তর

যশোর থেকে : দুই বছর সাজাভোগের পর অবৈধপথে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি তরুণী ও দুই শিশুকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ।

মঙ্গলবার বিকেলে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের যৌথভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন- ঠাকুরগাঁওয়ের মিম আক্তার (১৭), মনি আক্তার (১৯), রুবিনা খাতুন (১৮), রিনা বেগম (১৬), মুক্তা আক্তার (১৯ ), বরিশালের মুন্নি আক্তার (২২), ইতি খাতুন (২১) ও রেক্সোনা আক্তার (১৭) এবং দুই শিশু।

তারা বলেন, দুই বছর আগে কাজের জন্য বিভিন্ন সীমান্ত পথে তারা দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। 

সেখান থেকে কলকাতার হাওড়ায় অবস্থিত লিলুয়া শেল্টার হোম নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। দু'দেশের মধ্যে চিঠি চালাচালির একপর্যায়ে দুই বছর পর তারা নিজ দেশে ফেরত আসে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, এরা দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার একপর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দুই বছর পর আজ দেশে ফেরত আসে। তাদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, ফেরত আসাদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিবারের কাছে পৌঁছে দিতে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রতিনিধির কাছে তুলে দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে