যশোর কেন্দ্রীয় কারাগারে দুই বান্ধবী ধ'র্ষণ ও হ'ত্যা মামলায় মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্ত দুই আসামি আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ (৫০) ও মিন্টু ওরফে কালুর (৫০) ফাঁ'সি কার্যকর করা হয় সোমবার রাতে। পাঁচ মিনিটের ব্যবধানে তাদের ফাঁ'সি কার্যকর করা হয়।
আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ (৫০) ও মিন্টু ওরফে কালুর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামে। জানাজা শেষে ওই গ্রামেই পাশাপাশি তাদের দা'ফ'ন করা হয়।
ফাঁসি কার্যকরের পর যশোর কেন্দ্রীয় কা'রা'গারের জেলার তুহিন কান্তি খান বলেন, সোমবার রাত ১০টা ৪৫ মিনিট ও ১০ টাকা ৫০ মিনিটে আজিজ ও কালুর মৃ'ত্যুদ'ণ্ড কার্যকর হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সা'র্জ'ন, চিকিৎসক উপস্থিত ছিলেন।
পরে তাদের লা'শ হ'স্তা'ন্তর করা হয়। স্থানীয় খাসকররা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিবারের ৭ সদস্য কারাগারে আসেন আজিজ ও কালুর লা'শ নিতে। এ সময় তাদের দুজনের জন্য পৃথক দুটি অ্যাম্বুলেন্স ছিল।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের সময় কালু ও আজিজুল সবার কাছে ক্ষ'মা চেয়ে কাঁদতে থাকেন। দুজনের ফাঁ'সির রায় কা'র্যকর হয়েছে। আইনি প্র'ক্রিয়া শেষে লা'শ আমাদের কাছে হ'স্তা'ন্তর করেছে কারা কর্তৃপক্ষ। রাতেই তাদের পারিবারিক কবরস্থানে দা'ফ'ন সম্পন্ন করা হবে।
কা'রাসূত্রে জানা গেছে, দুই খুনির ফাঁ'সি কার্যকরে রাতে একে একে কা'রাগারে প্রবেশ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, সিভিল সা'র্জ'ন দিলীপ শেখ আবু শাহীন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। রাতে ফাঁ'সির দ'ণ্ডপ্রা'প্ত ওই দুই আ'সা'মিকে গোসল করানোর পর তাদের ত'ওবা পড়ান কারা মসজিদের ইমাম। রাতেই স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের পর তাদের খাবার খাওয়ানো হয়।
এর পর তাদের রায় পড়ে শোনানো হয়। নিম্ন আদালতের রায়, আপিল এবং রাষ্ট্রপতির ক্ষ'মার আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। পরে তাদের জ'মটু'পি পরিয়ে ফাঁ'সির মঞ্চে নেওয়া হয়। সোমবার রাত পৌনে ১১টায় প্রথমে মিন্টু ওরফে কালু এবং এর পাঁচ মিনিট পর একই গ্রামের আজিজ ওরফে আজিজুলের ফাঁ'সি কা'র্যকর করা হয়।
ফাঁ'সি কার্যকরে জ'ল্লা'দ কেতু কামার, মশিয়ার রহমান, লিটু হোসেন, আজিজুর রহমান ও কাদের অংশ নেন। ফাঁ'সি কার্যকরের পর সিভিল সা'র্জ'নের নেতৃত্বে চিকিৎসক টিম তাদের মৃ'ত্যু নি'শ্চি'ত করে। এর পর ফ'রে'নসি'ক টিম ম'য়'নাতদ'ন্ত সম্প'ন্ন করার পর লা'শ তাদের পরিবারের কাছে হ'স্তা'ন্তর করা হয়।