যশোর : যশোর কেন্দ্রীয় কারাগারে আব্দুল জব্বার (৪০) নামে এক ফাঁসির আসামিকে আঘা'ত করে জ'খম করেছে অপর এক ফাঁসির আসামি। আহত আব্দুল জব্বারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কারাগারের ভেতর এ ঘটনা ঘটে। আহত ওই আসামি মেহেরপুরের গাংনী উপজেলার আব্দুর রহমানের ছেলে। গত ৬ বছর ধরে তিনি যশোর কারাগারে রয়েছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, বুধবার বিকেলে কথা কা'টাকা'টির এক পর্যায়ে পলাশ নামে এক ফাঁ'সির আসামি আব্দুল জব্বারকে খাবার প্লেট দিয়ে মাথায় আঘা'ত করে। এতে আব্দুল জব্বার র'ক্তা'ক্ত জ'খ'ম হলে অন্য কারাব'ন্দীরা কারার'ক্ষীদের খবর দেয়। খবর পেয়ে কারার'ক্ষীরা আহ'ত আব্দুল জব্বারকে উ'দ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, কারাগার থেকে জ'খ'ম অবস্থায় আসা একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথায় লোহার বস্তু দিয়ে আঘা'ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার মাথায় ২৫টি সে'লা'ই দেওয়া হয়েছে।-ঢাকা পোস্ট