বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ০৬:৫৫:৩৭

ঝালকাঠির দুর্গ'ম এলাকার বিধ্ব'স্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে সেনাবাহিনী

 ঝালকাঠির দুর্গ'ম এলাকার বিধ্ব'স্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে সেনাবাহিনী

ঝালকাঠি: ঝালকাঠির সবচেয়ে দুর্গ'ম এলাকা কাঁঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্ব'স্ত হওয়া বাড়িঘর উ'দ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী। তাঁরা বসতঘরের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করে ক্ষ'তিগ্রস্তদের বসতঘর মেরামত করে দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-ই-আলমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ আউরা গ্রামে এ কাজ করছেন। সেনাবাহিনীর দলটি স্থানীয় মহিউদ্দিন খানের বসতঘরে গাছ পড়ে বিধ্ব'স্ত হওয়া ঘরটি উ'দ্ধারের কাজ করেন। 

সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহবুব হাসান শালিল জানান, প্রাথমিক পর্যায়ে এ গ্রামের গাছ চাপা পড়া ৫টি বিধ্ব'স্ত ঘর উ'দ্ধার ও মেরামত করা হবে। পর্যাক্রমে বাকীগুলোর কাজ শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে