বুধবার, ২২ মে, ২০১৯, ১১:৫৮:৩৯

কালীগঞ্জে দুই স্কুলছাত্রকে অপহরণের সময় ‘রোহিঙ্গা’ পাচারকারী আটক

কালীগঞ্জে দুই স্কুলছাত্রকে অপহরণের সময় ‘রোহিঙ্গা’ পাচারকারী আটক

ঝিনাইদহ : কালীগঞ্জে আটক পাচারকারীঝিনাইদহের কালীগঞ্জে শিহাব (৯) ও আরাফাত (৮) নামের দুই স্কুলছাত্রকে অপহরণের চেষ্টাকালে আশিক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশিক রোহিঙ্গা বলে দাবি করছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার বড় রায়গ্রামে এ ঘটনা ঘটে।

পাচারের হাত থেকে বেঁচে যাওয়া শিহাব বড় রায়গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। আর আরাফাত একই গ্রামের রায়হান উদ্দীনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
উদ্ধার করা দুই শিশু

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশিক ও আরাফত দুই বন্ধু মিলে গ্রামের একটি পান বরজের কাছে খেলছিল। এ সময় মিষ্টি খাওয়ানোর কথা বলে তাদের অপহরণের চেষ্টা করলে দুই জন চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে পাচারকারীকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী তাকে রোহিঙ্গা বলে দাবি করেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘এলাকাবাসী রোহিঙ্গা অপহরণকারী সন্দেহে এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এই যুবক রোহিঙ্গা নয় বলে আমাদের ধারণা। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। সে তার নিজের নাম আশিক ও বাবার নাম মাজেদ বলতে পারে। বাড়ির নাম ঠিকানা বলতে পারে না। ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে