শনিবার, ২২ জুন, ২০১৯, ০১:৩৩:০২

লাইন ধরে ঘুষের টাকা ফেরৎ নিলেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা

লাইন ধরে ঘুষের টাকা ফেরৎ নিলেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা

ঝিনাইদহ : ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান গ্রামবাসী এক নারীকে ঘুষের টাকা ফেরত দিচ্ছেন। উপস্থিত রয়েছেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আলতাফ হোসেনসহ (টুপি পরিহিত) পদস্থরা - ছবি : নয়া দিগন্ত
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান ঘুষের এক লাখ ৩৮ হাজার এক শ’ টাকা ফেরত দিতে বাধ্য হলেন। বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে এ টাকা ঘুষ হিসেবে এলাকাবাসীর কাছ থেকে নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার হাকিমপুর ই্উনিয়নের খুলুমবাড়িয়া গ্রামের পৃথক দুইটি স্থানে আনুষ্ঠানিক ভাবে ঘুষের টাকা ফেরত দেয়া হয়। সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে টাকা বুঝে নেন গ্রাহকরা। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আলতাফ হোসেন, শৈলকুপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, সমিতি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান, সহকারি প্রকৌশলী মোতাহার হোসেন, সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো: রেজাউল করিম রাজিব।

এ বিষয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: আলতাফ হোসেন বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ চলছে। সুযোগে বুঝে ওই এলাকার এক শ্রেণীর দালাল চক্র বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায় করে আসছে। এমন খবরের ভিত্তিতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে গোপন অনুসন্ধানে নামেন তারা।

জেনারেল ম্যানেজার আরো জানান, কয়েক দিনের গোপন অনুসন্ধান কালে খবরের সত্যতা বেরিয়ে আসে। ঘটনার সাথে জড়িতদের মধ্যে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা ৭ নং এলাকা পরিচালক নুরুজ্জামানের নাম প্রকাশ হয়ে পড়ে। বিদ্যুৎ মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে মোটা টাকা লেনদেন করে আসছে বলে অনুসন্ধানে বেরিয়ে আসে বলে জানান জেনারেল ম্যানেজার।

তিনি আরো জানান, দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করা হয়েছে বলে প্রমাণিত হয়। এ টাকা কৌশলে ঘুষ গ্রহিতার কাছ থেকে আদায় করে গ্রাহকদের ফেরত দেয়ার পরিকল্পনা করেন তারা। গ্রাহকরা খবর পেয়ে এলাকায় জড়ো হন। লাইনে দাড়িয়ে টাকা ফেরত নেয়ার জন্য অপেক্ষা করেন গ্রামবাসীরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘুষ গ্রহিতা এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান নিজে গ্রাহকদের হাতে সেই টাকা তুলে দেন। ওই দিন দুর্নীতিবিরোধী ব্যানার ঝুলিয়ে ১২৬ পরিবারকে এক লাখ ৩৮ হাজার এক শ’ ঘুষের টাকা ফেরত দেয়া হয়েছে মর্মে জানান জেনারেল ম্যানেজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে