ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্যবিয়ের দা'য়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরি'মানা করা হয়েছে। এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে স্বামীর বাড়িতে থাকতে পারবে না। ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করবেন মর্মে মু'চলেকা নেয়া হয়েছে।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরি'মানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সাহা। তিনি জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নূর ইসলামের ছেলে রফিকুলের সঙ্গে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেয়া হয়েছে। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সুবর্ণা সাহা বলেন, এ সময় ছেলের বাবা নূর ইসলামকে দেড় হাজার টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরি'মানা করা হয়েছে। এ ছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন বলে মু'চলেকা নেয়া হয়।