রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ০৯:০৭:৩৯

গ্রামবাসী ও স্বজনরা না আসায় জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ!

গ্রামবাসী ও স্বজনরা না আসায় জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ!

ঝিনাইদহ থেকে : সর্দি, কাশি, জ্বর ও শ্বা'সক'ষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃ'ত্যুবরণ করেন ঝিনাইদহ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বড় খাজুরা গ্রামের সামেদ আলী। এরপর শনিবার বিকালে গ্রামের বাড়িতে নেয়া হয় তার ম'রদেহ। তবে করোনা উপসর্গ নিয়ে মা'রা যাওয়ায় দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা। 

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দে'শে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই ম'রদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ও পুলিশ জানায়, শনিবার রাতে কাশি, সর্দি জ্বর ও শ্বা'সকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃ'ত্যুবরণ করা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে