শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ১১:০৫:৩২

বিয়ে হল খর্বাকৃতি আব্বাস-মিমের, দোয়া চাইলেন নবদম্পতি

বিয়ে হল খর্বাকৃতি আব্বাস-মিমের, দোয়া চাইলেন নবদম্পতি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় করোনা মহামারির মধ্যেই বিয়ে হল খর্বাকৃতির দুই যুবক-যুবতির। এই খর্বাকৃতি দম্পতির বিয়ে নিয়ে উপজেলার আউশিয়া গ্রাম এখন মুখরিত। দলে দলে মানুষ আসছেন এই নবদম্পতিকে আশির্বাদ জানাতে। 

দৈহিক আকৃতিতে ছোট চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের (১৮) বিয়ে হয়েছে শুক্রবার রাতে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার এখন উচ্ছ্বাসিত। 

বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন বলেন, কৃষক ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে মেয়ে খুঁজে পায়। ওই গ্রামের ইউনুস আলীর এমন একটি মেয়ে আছে বলে খবর পাই। বিয়ের প্রস্তাব পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর আসে সেই মেহন্দ্রক্ষণ। শুক্রবার রাতে ছেলে আব্বাস উদ্দীনের সঙ্গে মিমের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে ১৫ জন বরযাত্রী যায়।
 
শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায় বর-কনে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন। আব্বাস ও মিম জানান, দাম্পত্য জীবন সুখী হবার জন্য সকলেই যেন তাদের জন্য দোয়া করেন। 
বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে