করোনার এই ক্রা'ন্তিকালে সরকারি নি'র্দেশনা অমা'ন্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করার সময় ঝিনাইদহের কালীগঞ্জে আশা নামের এক এনজিওকে জ'রিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে আশা সমিতিকে পাঁচ হাজার টাকা জ'রিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রাণী সাহা।
ইউএনও সুবর্ণা রাণী সাহা জানান, মঙ্গলবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ঋণের কিস্তি আদায় করতে যান আশা সমিতির কর্মীরা। অথচ করোনা মহামা'রিতে ঋ'ণের কিস্তি আদায়ে নিষে'ধা'জ্ঞা আছে। তারপরও গ্রাহকদের কাছে কিস্তি আদায় করতে যান এনজিওটির কর্মীরা। নির্দেশনা অমান্য করায় এনজিওটির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়।