ভ্যানচালকের সততায় ১০ লাখ টাকা ফেরৎ পেল এক ছাগল ব্যবসায়ী। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ থানার। জানা যায়, ছাগলের ব্যাপারী উপজেলার শিবনগর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আমির হোসেন জানান, মঙ্গলবার বারবাজারের হাট থেকে ছাগল কেনার জন্য তিনি বাড়ি থেকে একটি ভ্যানে করে শহরের নতুন বাজারে আসেন। নতুন বাজার নামার পর ভ্যানের ওপর রাখা ১০ লাখ ১০ হাজার টাকার ব্যাগটি নামাতে ভুলে যান। পরে ওই ভ্যানচালক চলে যান, টাকার ব্যাগটি সেখানেই রয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ভ্যানচালক ও টাকার ব্যাগটি না পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর বুধবার সকালে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নতুন বাজারে একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভ্যানচালককে শনাক্ত করা হয়। উপজেলার তালেশ্বর গ্রামের ইমরান হোসেন নামের ওই ভ্যানচালকের বাড়িতে গেলে ভ্যানচালক টাকার ব্যাগটি পাওয়ার কথা স্বীকার করেন।
ভ্যানচালক পুলিশকে জানান, এত টাকা দেখে তিনি ভয় পেয়ে কাউকে কিছু বলেননি। তবে প্রকৃত মালিককে তিনি খুঁজছিলেন। পরে বুধবার রাতে তার কাছে থাকা ১০ লাখ ১০ হাজার টাকা নিয়ে ছাগলের ব্যাপারী আমির হোসেনের কাছে ফেরত দেয়া হয়।
ছাগল ব্যাপারী আমির হোসেন বলেন, টাকাগুলো ফেরত পাবো এমনটি আশা করিনি। ওসি সাহেবের আন্তরিক প্রচেষ্টায় আমি টাকা ফেরত পেয়েছি। মহতি উদ্যোগের জন্য তিনি থানার ওসি মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানান।