বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১০:৪১:৩২

করোনায় মৃত্যু নিতাই সাহা’র লাশ নিতে আসেনি স্বজনরা, সৎকার করলো ইসলামিক ফাউন্ডেশন

করোনায় মৃত্যু নিতাই সাহা’র লাশ নিতে আসেনি স্বজনরা, সৎকার করলো ইসলামিক ফাউন্ডেশন

করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যাওয়া নিতাই সাহার (৭০) লাশ নিতে স্বজন সহ কেউ না আসায় অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সৎকার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির মধ্যেই তার সৎকার করে সলামিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ নিয়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৫৭ জনের লাশ দাফনসহ সৎকার সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। নিতাই সাহা শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে। 

প্রাপ্ত তথ্যে, গত ১৭ জুলাই নিতাই সাহা করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ২১ জুলাই তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ১২ দিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার মারা যান তিনি।

নিতাই সাহার ছেলে রাজু সাহা আক্ষেপ করে জানান, বাবার মৃত্যুর পর অনেককে ফোন করে আসার জন্য অনরোধ করেছি। কেউ তার অনুরোধ রাখেনি। খবর শুনে আপন আত্মীয়রাও সবাই দূরে চলে গেছে। বিপদে পড়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলকে জানান। এ অবস্থায় চেয়ারম্যান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানকে জানান। তিনিসহ লাশ দাফন কমিটির সদস্যরা আমার বাবাকে শৈলকূপার ফুলহরি গ্রামের শশ্মানে নিয়ে যান। সেই শশ্মানে বাবার সৎকার করেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে