সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ০১:৩৯:৩৭

পরিবারের সদস্য ১৩, অথচ নির্বাচনে জালাল উদ্দিন ভোট পেলেন ৩টি!

পরিবারের সদস্য ১৩, অথচ নির্বাচনে জালাল উদ্দিন ভোট পেলেন ৩টি!

নির্বাচনে দাঁড়ানো জালাল উদ্দিনের জন্য যেন তার নেশায় পরিণত হয়েছে। ভোটাররা দূরের কথা নিজের পরিবারের লোকজনও ভোট দিচ্ছে না তাকে। তবুও নির্বাচ করেই যাচ্ছেন তিনি।

জানা গেছে, জালাল উদ্দিন ওরফে কবিরাজের পরিবারের সদস্য ১৩ জন। কিন্তু ২০১৬ সালের নির্বাচনে দুইটি আর এবারের নির্বাচনে তিনি পেলেন মাত্রটি তিনটি ভোট। তার মানে নিজের পরিবারের সদস্যরাও ভোট দেননি তাকে!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন। আজ রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মেম্বার পদে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন মাত্র তিন ভোট। এ নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিলেন জালাল কবিরাজ। ২০১১ সালের নির্বাচনে তিনি সর্বোচ্চ ১৩৩ ভোট পেয়েছিলেন।

জালাল উদ্দিন বলেন, ভোটাররা বোঝেন না বলেই তারা অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেন। তবে একদিন মানুষের ভুল ভাঙবে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে