বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫২:৩৫

যুবদল নেতাকে পিটিয়ে আহত করল আ.লীগের নেতাকর্মীরা

যুবদল নেতাকে পিটিয়ে আহত করল আ.লীগের নেতাকর্মীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় উজ্জ্বল হোসেন নামের এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাড়াগঞ্জ লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত উজ্জ্বল হোসেন শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন। 

উজ্জ্বল হোসেন তার চাচার পাওনা টাকা আদায়ের জন্য গাড়াগঞ্জ লোহার ব্রিজ এলাকায় যায়।

সেসময় উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতর শেখের নেতৃত্বে তার কর্মীরা উজ্জ্বলকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তখন স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আতর শেখের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ কালের কণ্ঠকে বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে