শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ০৮:০২:০২

বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, চাপা উত্তেজনা

বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, চাপা উত্তেজনা

এমটিনিউজ২৪ ডেস্ক :  ঝিনাইদহে গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ জাফর আলী নামে নামে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিচার শালিসের নামে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলী সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

পুলিশ জানায়, মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টারের বিরোধ চলছিলো। বিষয়টি নিষ্পত্তির জন্য গতরাতে জাফরকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রণি বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ ছিল। বিরোধ নিস্পত্তির জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে বিচারের নামে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। ফলে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

এরআগে, গত ১২ মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো জামায়াতের বিরুদ্ধে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে জাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে