বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ১০:২৬:৪৫

সাবধান: দূরপাল্লার বাসে যাত্রী বেশে ডাকাতি, মালামাল লুটসহ আহত ৪

সাবধান: দূরপাল্লার বাসে যাত্রী বেশে ডাকাতি, মালামাল লুটসহ আহত ৪

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা একটি এসি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মালামাল লুটসহ বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দর্শনার উদ্দেশ্য ঢাকা ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের ওই বাসে এই ঘটনা ঘটে।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের এসি বাস ঢাকা থেকে ছেড়ে আসে। এ সময় বাসে ঢাকা থেকে যাত্রী বেশে কয়েকজন ডাকাত উঠে। রাত ২টার দিকে ঝিনাইদহ শহরের চুটলিয়া মোড়ে পৌঁছালে ডাকাতদল বাসের ড্রাইভার ও হেলপারকে মারধর করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। সেখান থেকেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করা শুরু করে। ডাকাতদল কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে গিয়ে বাসটিকে ছেড়ে দেয়।

তবে কতো টাকার মালামাল লুট করা হয়েছে তার পরিমাণ জানা যায়নি। রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ড্রাইভার, হেলপার ও যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে