মোহাম্মদ মিনহাজুল, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউপি ত্রি-বার্ষিক নির্বাচনকে উপলক্ষ করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন উপলক্ষে প্রার্থীরা নিরলস ভাবে কাজ করতেছে সকাল থেকে রাত পর্যন্ত। দিন রাত নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত সময় পার করতেছে নির্বাচনের প্রার্থীরা। চায়ের দোকান হতে শুরু করে পুরো লোগাং ইউনিয়নে লোকজনের মুখে একই সমালোচনা নির্বাচন নিয়ে এবং পোষ্টার দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে লোগাং ইউনিয়নকে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন কমিটির ত্রি -বার্ষিক কাউন্সিল নির্বাচন আগামী ১২ই অক্টোবর ২০১৫ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হবে।
ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনের সভাপতি পদ প্রার্থী ২ জন-
(১) মোঃ আবদুল খালেক - মার্কাঃ(ছাতা)
(২) বাবু দীপক কান্তি ভট্রাচার্য্য মার্কাঃ (চেয়ার)
সাধারণ সম্পাদক পদ প্রার্থী ৩ জন-
(১) জহির আহম্মদ মার্কাঃ (হরিণ)
(২) আবুল হোসন মার্কাঃ (মই)
(৩) শুক্কোর আলী মার্কাঃ (ফুটবল)
সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী ৬ জন-
(১) মোঃ আরফাত আলী মার্কাঃ (হাঁস)
(২) মোঃ কোরবান আলী মার্কাঃ (মাছ)
(৩) বাবু বিমল কান্তি চাকমা মার্কাঃ (মোমবাতি)
(৪) আবদুল করিম মার্কাঃ (কলসি)
(৫) মোঃ আবদুল রশিদ মার্কাঃ (আম)
(৬) মোঃ সোহাগ মিয়া মার্কাঃ (বই)
এই প্রার্থীরা আগামী ১২ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে অক্লান্ত ভাবে নির্বাচনী প্রচারণা করতেছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস