খাগড়াছড়ি : ‘লাদেন লাদেন’ চিৎকার দিয়ে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে খাগড়াছড়ি জেলার সাবেক তথ্য অফিসার আনোয়ার হোসেন। রোববার জেলা জজ কোর্টের সামনে দুই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি।
পুলিশ তাকে আটক করেছে। এ ঘটনায় আহত আবদুল মান্নানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাগড়াছড়ি জেলার সাবেক তথ্য অফিসার আনোয়ার হোসেন আদালত প্রাঙ্গণে ধারালো অস্ত্র নিয়ে শত শত মানুষের উপস্থিতিতে ‘লাদেন লাদেন’ চিৎকার দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
তার দায়ের কোপে আদালত প্রাঙ্গণে থাকা অস্থায়ী ফেরিওয়ালা আবদুল হান্নান (৭০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৫০) গুরুতর আহত হন। এ সময় ভয়ে আদালত প্রাঙ্গণের লোকজন ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে লোকজন আনোয়ার হোসেনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূইঁয়া জানান, আটককৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, আটককৃত ব্যক্তি বেশ কয়েক বছর খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলার দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর