সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৮:০৬:১৪

লোগাং ইউনিয়ন আ.লীগ ত্রি-বার্ষিক কাউন্সিল

লোগাং ইউনিয়ন  আ.লীগ ত্রি-বার্ষিক কাউন্সিল

মোঃ মিনহাজুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১ নং লোগাং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রি -বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন। আজ সকাল ১০ ঘটিকায় প্রথম অধিবেশন শুরু হয়।

শুরুতে, পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করে উক্ত অনুষ্টান করেন, পরে লোগাং ইউনিয় এর সাবেক আওয়ামীলীগদের স্বরনে সবাই দাড়িয়ে ১ মিনিট নিরবর্তা পালন করেন। এরপর, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা ও জেলা পর্যায়ের নেতা কর্মীরা এক এক করে বক্তব্য রাখেন নির্বাচন সম্পর্কে।
উক্ত  ১ নং লোগাং ইউনিয়ন ত্রি- বার্ষিক কাউন্সিল নির্বাচনেঃ-
প্রধান অথিতিঃ বাবু সমীর দত্ত চাকমা ( সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ,খাগড়াছড়ি জেলা শাখা)
উদ্বোধকঃ জনাব মোঃ বাহার মিয়া ( সভাপতি,পানছড়ি উপজেলা আওমীলীগ)
বিশেষ অতিথিঃ বাবু বিজয় কুমার দেব ( যুগ্ম- সাধারন সম্পাদক, পানছড়ি উপজেলা)
     জনাব  মোঃ লোকমান হোসেন ( যুগ্ম -সাধারন সম্পাদক,পানছড়ি উপজেলা)
    জনাব মোঃ আব - তাহের ( সাংগঠনিক সম্পাদক, পানছড়ি উপজেলা)
প্রধান বক্তাঃ বাবু জয়নাথ দেব ( সাধারন সম্পাদক, পানছড়ি উপজেলা)
এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেনঃ মোঃ বাছেদ মিয়া।
২য় অধিবেশন শুরু হয় দুপুর ১২ টায়, প্রার্থীরা তাদের মূলবান ভোট খুব শান্ত - সৃষ্ট ভাবে প্রধান করতে সক্ষম হন।
বিকাল ৩ ঘটিকায় ৩য় অধিবেশনে নির্বাচনের ফল প্রকাশ করা হয়। নির্বাচনী ফল ঘোষনা করেন বাবু সমীর দত্ত চাকমা।
নির্বাচনী ফলাফলঃ
সভাপতি পদ প্রার্থী ২ জন : (১)বাবু শ্রী দীপক কান্তি ভট্টাচার্য্য - (চেয়ার) পেয়েছে ৫০ ভোট।
                                          
(২) জনাব মোঃ আবদুল খালেক - ( ছাতা) পেয়েছে    ৩৮ ভোট।

সাধারণ সম্পাদকঃ ৩ জনঃ  (১) মোঃ আবুল হোসেন - (মই) পেয়েছে ৫৯ ভোট।
                                          
(২) মোঃ শুক্কুর আলী   - (ফুটবল) পেয়েছে     ২২ ভোট।
 (৩) মোঃ জহির আহম্মেদ - (হরিণ)  ||       ৭  ভোট।
সাংগঠনিক সম্পাদকঃ (১) সোহাগ মজুমদার - (বই)  পেয়েছে  ৩২ ভোট।
  (২) বাবু বিমল কান্তি চাকমা - (মোমবাতি)  ২২ ভোট।
   (৩) মোঃ আব্দুল রশিদ - (আম) -       ১৮     ভোট।
   (৪)  মোঃ কোরবান আলী  - (মাছ)        ৮     ভোট।
   (৫) মোঃ করিম   -  ( কলসী)    ৭   ভোট।   
 ( ৬) মোঃ আরফাত আলী   -  (হাঁস)  ১ ভোট।
 
পরিশেষে জয়ের আনন্দ নিয়ে জয়ী  প্রার্থীরা নির্বাচনকেন্দ্র থেকে লোগাং ইউনিয়নকে স্বাগতম জানান।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/কেএস/এইচএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে