খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়িতে স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভয়াভয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পনের নেতাকর্মী আহত হয়েছে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের পনের জন নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দিয়ে আসার সময় নারিকেল বাগানস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিগত পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের মূল অংশের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা আর অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম।
তবে আজকের এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে শহর শান্ত। কোন অপ্রীতিকর ঘটনার যেন আবার না হয়, সে জন্য সতর্ক আছে পুলিশ।
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস