খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলাতে ট্রাক চাপায় ৭ ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আলুটিলা পর্যটন কেন্দ্রের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, ঘাতক ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে। তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ ওই দুর্ঘটনায় অন্তত ১১জন নিহত হয়েছে বলে খবর দিচ্ছে।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম