খাগড়াছড়ি থেকে: দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রোবাসের ড্রাইভার মো. সজীব হত্যার প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি। হত্যার প্রতিবাদে শহরে কালো পতাকা ও লাঠি মিছিল করেছে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। শনিবার (০৫ মে) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত খীসা সমর্থীতদের দায়ী করে, সজীবের হত্যাকারী ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করার দাবি জানিয়ে, রোববার (০৬ মে) থেকে খাগড়াছড়ি জেলায় ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়, পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একাংশের সভাপতি মো. মাইন উদ্দিন, সহ-সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে, খাগড়াছড়ি বসবাসরত সকলকে নিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণাও দেন বক্তারা।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বরে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রোবাসের ড্রাইভার মো. সজীব হত্যার প্রতিবাদ ও পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে, খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমবায় সমিতি। এসময় বক্তব্য রাখেন, রেন্ট-এ কার মালিক সমিতির প্রিয়তোষ দে, সুমন মহাজন এবং চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য বেলাল হোসেন আপন, মো. হোসেন ড্রাইভার, মাহাবুব আলম ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ। এসময় আগামী ৭ মে সোমবার খাগড়াছড়ি জেলায় কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩ মে উপজেলা পরিষদের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যাওয়ার পথে। শুক্রবার (৪ মে) দুপুরে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বেতছড়ি মেজর পাড়া এলাকায়, প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রোবাসের ড্রাইভার মো. সজীব ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (বর্মা গ্রুপ) প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়।
এমটি নিউজ/এপি/ডিসি