খাগড়াছড়ি থেকে : একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করেন নবরতন চাকমা। সেখান থেকে ছুটি না পাওয়ায় আড়াই মাসের অ'ন্তঃস'ত্ত্বা স্ত্রীকে বাঁচাতে পারেননি বলে অ'ভিযো'গ করেছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর অসু'স্থতার কথা জানালেও মন গলেনি এরিয়া ম্যানেজারের। অসুস্থ অবস্থায় মা'রা গেছেন নবরতন চাকমার স্ত্রী বিপাশী চাকমা। খাগড়াছড়ির রামগড়ে এ ঘ'টনা ঘটে।
এ ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র' মানিকছড়ির এরিয়া ম্যানেজার ইকবাল বিন তৈয়বকে দা'য়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সংস্থাটির মাঠকর্মী নবরতন চাকমা। এ নিয়ে সমালো'চনার ঝড় বইছে। এমন অমা'নবিক কর্ম'কাণ্ডের জন্য এরিয়া ম্যানেজারকে দু'ষছেন সবাই। করোনাকালেও এমন অমা'নবিক কর্মকা'ণ্ডে ক্ষু'ব্ধ প্রতি'ক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
নবরতন চাকমা তার ফেসবুকে লিখেছেন, ''আমার ভালোবাসা আমাকে ছেড়ে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে গেল, শুধু একজন পা'ষাণ এরিয়া ম্যানজারের জন্য। দুদিন আগে ছুটি চেয়েছিলাম। বলেছিলাম স্যার, আমার স্ত্রী অসুস্থ, আড়াই মাসের অন্তঃসত্ত্বা, বেশি বমি করে, বাসায় দেখাশোনা করার মতো মানুষ নেই, আমাকে ছাড়া একা থাকতে পারবে না। কিন্তু আমার কথা তো'য়া'ক্কা করে নাই। তারপর আমার ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে সুপা'রিশ নেয়ার চেষ্টা করি। কিন্তু আমার ব্রাঞ্চ ম্যানেজারকেও গা'লাগা'ল দিয়ে সুপা'রিশ বাতিল করে।
দুদিন বমি করতে করতে দু'র্ব'ল হলে তাকে হাসপাতালে নেয়া হয়। আমার ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া ম্যানেজারকে ফোনে বলে স্যার উনার স্ত্রী ম'রা ম'রা অবস্থা, ছুটি দিয়ে দেন। এরিয়া ম্যানেজার আমার ম্যানেজারকে গা'লি দিয়ে বলে মানুষ কি এতো সহজে ম'রে নাকি? তারপর এরিয়া ম্যানেজার আমাকে ছুটি দেয়, হসপিটালের কাছে এসে আমার সহকর্মীদের বলি আমার স্ত্রীর কি হয়েছে..? আমার সঙ্গে কেউ কথা বলছে না। হসপিটালের সিটে গিয়ে দেখি আমার ভালোবাসা আমার সাথে কথা না বলে পৃথিবীর মায়া ত্যা'গ করে চলে গেছে।''
এদিকে নবরতন চাকমা ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ক্ষু'ব্ধ বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মানিকছড়ির এরিয়া ম্যানেজার ইকবাল বিন তৈয়ব। তিনি বলেন, পদক্ষেপের একজন কর্মী হয়ে নবরতন এভাবে ফেসবুকে লিখতে পারেন না। তিনি আমার কাছে সেভাবে ছুটি চাননি। তার স্ত্রী স্ট্রো'ক করে মা'রা গেছেন। নবরতন চাকমা সেখানে থাকলেও তার স্ত্রী মা'রা যেত।