খাগড়াছড়ি থেকে : ভাত বেড়ে না দেয়া ও শারী'রিক স'ম্পর্কে স'ম্মতি না দেওয়ায় স্ত্রীকে গ'লাকে'টে হ'ত্যা করেছেন স্বামী ওমর ফারুক বলে অভি'যোগ উঠেছে। সোমবার রাতে ঘ'টনাটি ঘ'টেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার মধ্যম বলিপাড়ায়।
নিহ'ত রাশেদা বেগম একই উপজেলার উত্তর লামকুপাড়ার বাসিন্দা আবু সৈয়দের মেয়ে। ওমর ফারুক বলিপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। এএসপি (রামগড় সা'র্কে'ল) সৈয়দ মো. ফরহাদ জানান, আদালতের কাছে ১৬৪ ধা'রায় স্বী'কারো'ক্তিমূলক জ'বানব'ন্দি দিতেও রাজি হন আসামি। ওমর ফারুককে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হবে।
পুলিশের কাছে দেয়া স্বী'কা'রো'ক্তিতে ওমর ফারুক জানান, সোমবার রাতে বাথরুমে যান স্ত্রী রাশেদা বেগম। পরে সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে ধা'রা'লো দা' দিয়ে স্ত্রীর ঘা'ড়ে কো'প দেন তিনি। এতে রাশেদা মাটিতে লু'টিয়ে পড়েন। পরে তার গ'লা কে'টে হ'ত্যা করে দা ধু'য়ে ছাগলের ঘরে লু'কি'য়ে রাখেন।
তিনি আরো জানান, স্ত্রী রাশেদা সবসময় কারণে-অ'কারণে তার সঙ্গে ঝ'গড়া করতো। তাকে ভাত বে'ড়ে দিতো না। একমাত্র ছেলে সন্তানকে মা'রধ'র করতো। এছাড়া দী'র্ঘদিন ধ'রে স'হবাসে অস'ম্মতি জানাচ্ছিল। এসব কারণেই রাশেদাকে হ'ত্যার সিদ্ধা'ন্ত নেন ফারুক।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামছুজ্জামান বলেন, খবর পেয়ে ম'রদে'হ উ'দ্ধা'র করা হয়েছে। পারিবারিক ক'ল'হে খু'ন হওয়ার স'ন্দে'হ স্বামী ওমর ফরুক, শাশুড়ি জোহরা বেগম রানী, দেবর শরিফ, ননদ আমেনা ও জান্নাতকে আ'ট'ক করা হয়। ঘ'টনাস্থ'ল থেকে হ'ত্যাকা'ণ্ডে ব্য'বহৃ'ত দা', স্বামীর র'ক্তমা'খা লুঙ্গি ইত্যাদি আ'লাম'ত উ'দ্ধা'র করা হয়েছে।