এমটি নিউজ২৪ ডেস্ক : এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাবে বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আকতার। কেন্দ্র পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু ভাগ্যের নির্দয় পরিহাস, সকাল ৮টায় খবর এলো সুমাইয়ার মা আর বেঁচে নেই। এই খবরে সে জ্ঞান হারালে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এদিকে, ১১টা থেকে তার এসএসসি পরীক্ষা। খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান পানছড়ি থানার ওসি আনচারুল করিম। তার পাশে গিয়ে সাহস জোগানোর পাশাপাশি পরীক্ষা শুরুর মিনিট দুয়েক আগে নিজেই চালকের আসনে বসে কেন্দ্রে নিয়ে এসে যাবতীয় ব্যবস্থা করে দেন।
এসময় সুমাইয়া হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা দেন। ওসি আনচারুল করিমের এই পদক্ষেপ এখন পানছড়ির আলোচনার কেন্দ্রবিন্দু। সবাই বলছেন, ওসি এগিয়ে না এলে হয়তো মা হারা মেয়েটির পরীক্ষা দেওয়া হতো না।
পানছড়ির শিক্ষক শহিদুল ইসলাম শিমু ও ইমতিয়াজ উদ্দিন হেলাল বলেন, ওসি সাহেবের মহানুভবতার কারণেই মেয়েটি আজ পরীক্ষা দিতে পেরেছে। পানছড়িবাসীর পক্ষ থেকে তারা ওসিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পানছড়ি থানার ওসি জানান, এটা ছিল আমার দায়িত্ব। আমার নিজের মেয়ে মনে করে তাকে কেন্দ্রে নিয়ে সাহস জুগিয়েছি এবং দুজন পুলিশ সার্বক্ষণিক তার পাশে থাকার ব্যবস্থা করেছি।