সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৬:৪১

৩ লাখ টাকা জরিমানা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায়

৩ লাখ টাকা জরিমানা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায়

এমটিনিউজ২৪ ডেস্ক : পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে ক্রয় ও বিক্রয় মূল্যে গরমিলের অভিযোগে খাগড়াছড়ির রামগড় বাজারের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, রামগড় বাজারে পেঁয়াজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি মুদি দোকান ও পাইকারি মুদি সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এরকম অভিযান অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে