মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০:৩৯:৫৪

হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

এমটিনিউজ২৪ ডেস্ক : খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমচাষিদের বাগানে ব্যাপক ক্ষতির সৃষ্টি হয়েছে।

ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ অপরিপক্ব আম। গাছের ডালপালা ভেঙে গেছে, কোথাও কোথাও গোটা গাছ উপড়ে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীরা উভয়েই চরম উদ্বেগে পড়েছেন।

খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়ি এলাকার আম বাগানের উদ্যোক্তা মংশিতু চৌধুরী বলেন, ‘ঝড়ের সময় প্রচণ্ড বাতাসে আমার বাগানের অন্তত ৫-৬ মেট্রিকটন আম মাটিতে পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছে।’

মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া এলাকার একটি বাগানের মালিক ও খাগড়াছড়ি বাজারের আম ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমার বাগানে ঝড়ো বাতাসে কয়েকটি আমগাছ ভেঙে গেছে। ঝড়ে অনেক কাঁচা আম পড়ে গেছে। এইসব আম এখনও পরিপক্ক হয়নি, বাজারে বিক্রি করাও সম্ভব নয়।’

স্থানীয়রা জানিয়েছেন, শুধু ভূয়াছড়ি বা মুসলিম পাড়াই নয়—খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় এই ঝড়ের প্রভাব পড়েছে। মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও পানছড়ি এলাকাতেও আম ও অন্যান্য ফলের বাগানে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় শিলাবৃষ্টির আঘাতে আমে দাগ ও পচন দেখা গেছে।

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাব্বি হাসান জানান, “আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছি। চাষিদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে