লোগাং বাজার থেকে শান্তিনগর রোডে চলাচল প্রায় বন্ধ
মোঃ মিনহাজুল ইসলাম(হৃদয়)খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার লোগাং ইউনিয়নে দুই দিন টানা বর্ষনের ফলে ব্যাপক আঘাত আনে রাস্তাঘাট ও সাঁকোর উপর।এর ফলে লোগাং বাজার থেকে শান্তিনগর রোডে চলাচল প্রায় বন্ধ। স্থানীয়রা জানান, এই রোডে প্রায় দুই হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে, তারমধ্যে প্রতিদিন ১ হাজার উপজাতি জনগোষ্ঠীর চলাচলের একমাত্র মাধ্যম বলে জানা গেছে।
আজ সকালে উক্ত সাঁকোটি সরজমিনে গিয়ে দেখতে পেলাম অনেক লোক জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন পাড়া-পাড় করছেন। সাঁকোটি অতিক্রম করে বাজারে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু সাঁকো ভাঙ্গনের ফলে উপ-জাতীরা ও স্থানীয় গ্রামবাসীরা আছেন বিপাকে।স্থানীয় মেম্বার মোঃ মনির হোসেন জানান,এই রোড ইতিপূর্ব ৫-৭ বার ভাঙ্গলেও স্থানীয় জনগণের সাহায্য ও সহযোগিতায় সাঁকোটি মেরামত করা হয়,এই বিষয়টি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েলেও কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করেনি।
৩১ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস