খাগড়াছড়ি : প্রেম প্রস্তাব দিয়ে আসছিল আগে থেকেই। মনে মনে মনকলা খাচ্ছিল প্রেমিক, কিন্তু প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেমিকা। এতেই কাল হয় সে।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খাগড়াছড়ির মহালছড়িতে গত সোমবার সকালে আয়না মারমা (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার ৮ম শ্রেণির ছাত্র মংরে মারমা।
ঘটনার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মংরে মারমা। পরে মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, জনপ্রতিনিধির উপস্থিতিতে নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, স্কুলছাত্রী আয়না মারমা হত্যার ঘটনায় মংরে মারমাকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু একমাত্র আসামি মংরে মারমা মারা যাওয়ায় মামলার ফাইনাল প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম