রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ১০:৫৫:১১

বঙ্গবন্ধু চরে ভারতীয় ট্রলার ডুবি, নিখোঁজ ১০

বঙ্গবন্ধু চরে ভারতীয় ট্রলার ডুবি, নিখোঁজ ১০

খুলনা : সুন্দরবনের বঙ্গবন্ধু চরের আইল্যান্ড নামক স্থানে একটি ভারতীয় ট্রলার ডুবে গেছে। এঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা রাহি আল মামুন জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পাওয়ার পর কোস্টগার্ড সদস্যরা রাতেই সেখানে পৌঁছায়। কিন্তু রাতে উদ্ধার অভিযান বেগবান করা সম্ভব হয়নি। আবার ঘটনাস্থলে পৌঁছেও ট্রলারের কাউকে পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ট্রলারটি উদ্ধারের পর লোকসংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, ঘটনাস্থলটি শরণখোলা রেঞ্জের হিরণপয়েন্ট থেকে ৮ নটিক্যাল মাইল গভীরে। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের ৩টি টিম কাজ করছে। রবিবার সকালে আরও  ১১ জন সদস্য তাদের সঙ্গে যোগ দিয়েছে।

রাহি আল মামুন জানান, শুক্রবার বিকালে ট্রলার ডুবির পর ট্রলারের কাউকেই জীবিত পাওয়া যায়নি। ভারতীয় ট্রলারে সাধারণত ১০ থেকে ১২ জন করে থাকে। ট্রলারের সবাই পানিতে ডুবে মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে