রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৭:০৫

মেয়রের সঙ্গে চুক্তি করবে ভিক্ষুকরা!

মেয়রের সঙ্গে চুক্তি করবে ভিক্ষুকরা!

খুলনা : নানান বিষয়ে চুক্তি হলেও কখনো কি শুনেছেন ভিক্ষুকদের সঙ্গে চুক্তি হয়েছে কোনো মেয়রের? তাও আবার স্ট্যাম্পের মাধ্যমে।  

এবার এমন ব্যতিক্রমী উদ্যোগের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে বৃহত্তম দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা পোর্ট পৌরসভায়।  ভিক্ষাবৃত্তি বন্ধে এ অভিনব উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র।

রোববার দুপুরে মংলা পৌর অডিটরিয়ামে ভিক্ষুকদের ঈদের সেমাই, চিনি, চাল বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন পৌর মেয়র মো. জুলফিকার আলী।

মেয়র বলেন, মংলা পৌরসভায় একশ’র মত ভিক্ষুক রয়েছে।  এদের পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসন করা হবে।  পৌরসভায় প্রকৃত ভিক্ষুকদের পরিবারের সদস্য সংখ্যা ও মাসিক চাহিদা জানার জন্য সার্ভে চলছে।  সার্ভে সঠিকভাবে সম্পন্ন করার জন্য পৌরসভার পক্ষ থেকে একাধিক টিম কাজ করছে।

জুলফিকার আলী বলেন, শুধু মুখে নয় ঈদের পর ৩০০ টাকার স্ট্যাম্পে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি বন্ধে লিখিত দিতে হবে।

এসময় ভিক্ষুক মো. মোস্তফা ভিক্ষাবৃত্তি বন্ধে পৌর মেয়রের এ উদ্যোগের প্রতিক্রিয়ায় বলেন, ৭৯ সাল থেকে অসুখে দু’পা হারিয়েপেটের লাইগা ভিক্ষা করি। সকালে চোখ খুইল্লা ভাতের চিন্তা করি।  রাতে ঘুপটি ঘরের মধ্যে বৌ পোলা মাইয়া নিয়া ঘুমাই।  ভাত, চাল, ডালের ব্যবস্থা হলে স্ট্যাম্পে লিইখ্যা দিমু, আর  ভিক্ষা করুম না।

আগামী ৬ মাসের মধ্যে পৌরসভা থেকে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য কাজ করছে পৌর প্রশাসন।  ভিক্ষুকদের এক জায়গায় ভবন করে পুনর্বাসনের প্রস্তাব পৌরসভার পক্ষ থেকে সরকারকে দেবেন বলে জানান মেয়র।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে