খুলনা : সাবেক এক সংসদ সদস্যের পুত্রবধূকে নিজের ঘরে মাথায় গুলি করে হত্যা করেছে তার চাচাতো দেবর। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া ৮টায় খুলনা মহানগরীর পুলিশ লাইন ইস্ট লেনের ১৩ নম্বর বাসায়।
ঘটনার পর থেকে উধাও হত্যাকারী হেদায়েত মোল্যা।
নিহত গৃহবধূর নাম রাব্বী সুলতানা লিপি (৩০)। তিনি খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) সাবেক এমপি মোল্যা জালাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি পাঁচতলা ভবনের পাঁচতলায় লিপি বসবাস করে আসছিলেন। লিপির স্বামী কামাল বর্তমানে হজ পালনে মক্কায় রয়েছেন।
ওই বাসা থেকে একটি শটগান জব্দ করা হয়েছে।
তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম