বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৬:৫৭:৪৬

সাবেক এমপির পুত্রবধূ হত্যাকাণ্ডে আসামি ভাতিজা

 সাবেক এমপির পুত্রবধূ হত্যাকাণ্ডে আসামি ভাতিজা

খুলনা : পুত্রবধূকে গুলি করে হত্যার ঘটনায় আসামি হলেন খুলনার সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের ভাতিজা হেদায়েত।  হত্যাকাণ্ডের ১৮ ঘণ্টা পর তিনি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।  

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।  মামলায় শুধু তার ভাতিজা হেদায়েতকেই আসামি করা হয়েছে।

ওসি সুকুমার বিশ্বস জানান, মামলার এজাহারে অসাবধানতাবশত শটগান থেকে গুলি বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।  ঘটনার পর থেকে আসামি হেদায়েত পলাতক রয়েছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাইনসের ইস্ট লেনে নিজ বাসায় সাবেক এমপি কামাল উদ্দিন হেলালের স্ত্রী সনিয়া রাব্বি সুলতানা লিপি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত রাব্বি সুলতানা লিপির স্বামী কামাল উদ্দিন হেলাল সৌদি আরব থেকে দেশে ফিরলে তার দাফন সম্পন্ন হবে।  সে সময় পর্যন্ত তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে