খুলনা থেকে : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের হাতে বাঙালি প্রেমিকসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা ওই তরুণীর নাম শারমিন আক্তার (২২) তার প্রেমিক সাইফুল্লাহ চৌধুরী (৪৪)।
পাসপোর্ট বানাতে এসে শারমিন আটক হয়েছেন। সোমবার বিকালে পুলিশ খুলনা পাসপোর্ট অফিস থেকে তাকে সাইফুল্লাহকে আটক করে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শারমিন আক্তার নামে ওই তরুণী পাসপোর্ট করাতে আসেন। সাইফুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তি এ কাজে তাকে সহযোগিতা করছিল। এ সময় পাসপোর্ট অফিসের পরিচালকের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাইয়ের পর তরুণীকে আটক করে। তার সহযোগী সাইফুল্লাহকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির চৌধুরীর ছেলে সাইফুল্লাহ চৌধুরী রোহিঙ্গা তরুণী শারমিনকে ভালোবেসে পালিয়ে খুলনায় নিয়ে আসেন। শারমিনের পিতা হামিদুল্লাহ পরিবারসহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।
ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার দুজনকেই আদালতে হাজির করা হবে। রোহিঙ্গারা যেহেতু এ দেশে শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে, সেহেতু সাধারণ অপরাধ হিসেবে তাদের প্রথমেই সরাসরি আইনের আওতায় নেওয়া কঠিন। তাই আদালতের সিদ্ধান্ত নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এমটিনিউজ/এসবি