শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৭:১২

প্রেমের ফাঁদ, অতঃপর..

প্রেমের ফাঁদ, অতঃপর..

সাইফুল ইসলাম, খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর দৌলতপুরে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জিম্মি হওয়া হারুনকে উদ্ধার করা হয়েছে। হারুন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। আটকদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। নগরীর দৌলতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম মোল্লা জানান, তানিয়া নামের এক নারী দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের ছলনা করে বিভিন্ন যুবকদের দৌলতপুরের একটি বাড়িতে ডেকে এনে আটকে রেখে মোটা অংকের অর্থ আদায় করছিলেন। সবশেষ হারুণ নামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে খুলনায় এনে আটকে রেখে অর্থ আদায়ের চেষ্টা করেন তিনি। এ খবর পেয়ে পুলিশ বুধবার রাতে দৌলতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে হারুনকে উদ্ধার করে এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিকা তানিয়া ও প্রতারক চক্রের সদস্য ইমনকে আটক করে এ ব্যাপারে হারুনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতার হওয়া ইমন ও তানিয়া আগেও কয়েকজনকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করেছেন বলে পুলিশ জানিয়েছে। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে