রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৩২:৩৫

খুলনা উপজেলাগুলোতে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড়

খুলনা  উপজেলাগুলোতে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড়

সাইফুল ইসলাম, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণতা পাওয়ায় ৯টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। পদ প্রত্যাশীরা শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। তবে ত্যাগী, পরিশ্রমী ও নবীন-প্রবীনের সমন্বয়ে কমিটি হবে বলে জানা গেছে। এদিকে নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি চলতি সপ্তাহে অনুমোদন দিতে পারেন দলটির সভানেত্রী জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। দলীয় সূত্র জানায়, চলতি বছরের ২৭ ফেব্র“য়ারি খুলনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এস এম মোস্তফা রশিদী সুজাকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয় । কিন্তু জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় উপজেলা কমিটিগুলো গঠন নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা দীর্ঘ ৯ মাস ২ দিন পর গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। জেলা কমিটি ঘোষণার পর উপজেলা কমিটি গঠন নিয়ে এক দিকে যেমন লবিং-গ্র“পিই চলছে অন্যদিকে কমিটিতে অন্তভুক্ত হতে সুবিধাভোগী নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে র্শীর্ষ নেতাদের দরবারেদিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম জানান, জেলা থেকে মৌখিক তাগিদ দেয়া হয়েছে কমিটি তৈরি করারআশা করছি চলতি মাসের মধ্যেই কমিটি অনুমোদন হবেডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জেলা কমিটি অনুমোদন না হওয়ায় উপজেলা কমিটি গঠনে সমস্যা হচ্ছিলএখন খুব দ্রুত কমিটি তৈরি করে জেলায় জমা দেয়া হবেআশা করছি ডিসেম্বরের মধ্যেই কমিটি অনুমোদন হবে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেছেন, জেলা কমিটি অনুমোদন হয়েছেউপজেলা কমিটি গঠনে সভাপতি-সম্পাদকদের মৌখিক তাগিদ দেয়া হয়েছেহাইব্রীড আওয়ামী লীগের নেতা-কর্মী কমিটিকে প্রবেশে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন দাবি করে তিনি বলেন, কমিটিতে ত্যাগী ও প্ররিশ্রমী এবং সৎ কর্মীদের স্থান দেয়া হবেসাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি বলেন, কয়েকটি উপজেলার কমিটি জমা হয়েছে বাকিদেরও তাগিদ দেয়া হচ্ছে যত দ্রুত সম্ভব উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, গেল বছর ২৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তালুকদার আব্দুল খালেক এমপিকে সভাপতি ও আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ১ বছর ৫ দিন অতিবাহিত হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। এ ব্যাপারে সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি বলেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হবে। সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, আজ-কালের মধ্যে সভাপতির সাথে বসে প্রস্তাবিত কমিটি তৈরি করা হবে। আশা করা যায় চলতি সপ্তাহে নেত্রী কমিটি অনুমোদন দিতে পারেন। ৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে