খুলনা : খুলনায় সেনা টহল চলছেসারাদেশের মতো খুলনায় সেনা টহল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীর গাড়ির টহল দেখা যায়।
আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান বলেন, ‘খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রবিবার মধ্যরাত থেকেই কার্যক্রম শুরু করেছে।
মহানগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘সোমবার সকাল সোয়া ৮টার দিকে সেনাবাহিনীর ৪টি গাড়ি মজিদ সরণি দিয়ে টহল দিতে দেখা গেছে। সেনা টহল শুরু হওয়ায় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া আতঙ্ক কমবে।’
দৌলতপুর এলাকার আলেয়া বেগম বলেন, ‘সকালে সেনা টহল দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। পড়ে বুঝলাম নির্বাচন উপলক্ষে সেনা টহল শুরু হয়েছে। সেনা টহল দেখে ভাল লেগেছে।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার থেকে সারাদেশে মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) সদস্যরা। রবিবার দিবাগত মধ্যরাত থেকেই তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে।