কনস্টেবলসহ দগ্ধ ৪
খুলনা : খুলনা মহানগরের খালিশপুর এলাকায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে আতিয়র রহমান নামে এক পুলিশ সদস্যসহ তার পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খালিশপুরের মজগুনি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধ পুলিশ সদস্য আতিয়র রহমানের পরিবারের অন্য সদস্যদের নাম জানা যায়নি।
আতিয়ার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় চালক হিসেবে কর্মরত আছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দগ্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আতিয়ার রহমানসহ তার পরিবারের ৪জন গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছে। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ