সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১:০৭:৪১

মাছটির ওজন ২১০ কেজি!

মাছটির ওজন ২১০ কেজি!

এমটিনিউজ২৪ ডেস্ক : সুন্দরবনের দুবলার চরে ধরা পড়া ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ খুলনার আড়তে এসেছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে খুলনার রূপসা পাইকারি মৎস্য আড়তে বিশাল আকৃতির মাছটি আসে।

জানা গেছে, গত শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুর মিলের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় ক্রয় করেন মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। 

তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন। মাছটি সেখানে ওজন করে দেখা যায় ২১০ কেজি। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি তাৎক্ষণিক দাম হয় ১ লাখ ৮০ টাকা। এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ্বাস। তিনি ২ লাখ টাকায় মাছটি বিক্রি করতে চান।

রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হওলাদার জানান, মাছটি খুলনার আড়তে আনার পর সেটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। 

খুলনা মহানগরীতে রূপসা নদীর গা ঘেঁষে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এই আড়ত। সেই থেকে এখন পর্যন্ত আড়তে যত মাছ এসেছে তার মধ্যে এই মাছটি সব থেকে বড় বলে তিনি জানিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে