খুলনা: খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় বাস হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
পরিবহন শ্রমিকরা জানান, অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত আনুমানিক ২টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছেন।
মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।