সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪১:২৪

বিনা অপরাধে টানা আট বছর কারাভোগের পর অবশেষে মুক্তি

বিনা অপরাধে টানা আট বছর কারাভোগের পর অবশেষে মুক্তি

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম আলী শেখ সাগর বিনা অপরাধে টানা আট বছর কারাভোগের পর অবশেষে গত রোববার (৯ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কারাগার সূত্র এবং ভুক্তভোগী ইব্রাহিম জানান, তার খালাসের আদেশ পেলেও কারাগারে রিলিজ অর্ডার (মুক্তির আদেশ) না আসায় মুক্তি পাননি তিনি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া ও জেলার মো. শরিফুল আলমের প্রচেষ্টায় বিনা অপরাধে আট বছর কারাভোগের সমাপ্তি ঘটেছে। 

২০০৩ সালের একটি হত্যা মামলায় আদালত ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে মামলাটি উচ্চ আদালতে গেলে ২০১৭ সালে খালাস পান তিনি। কিন্তু এতোদিনে কারাগারে তার মুক্তির আদেশ পৌঁছায়নি। ফলে বিনা অপরাধে আট বছর কারাভোগ করতে হয় ইব্রাহিমকে।

২০২৫ সালের জানুয়ারিতে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। এরপর যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বিষয়টি যাচাই বাছাই করেন। তিনি নিজ উদ্যোগে ও আদালতের সঙ্গে যোগাযোগ করে মুক্তির আদেশ সংগ্রহ করেন। এরপর গত ৪ ফেব্রুয়ারি তার মুক্তির আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর যাবতীয় যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রোববার মুক্তি দেওয়া হয় ইব্রাহিমকে। কারাগার থেকে বিদায়ের সময় ইব্রাহিম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের বলেন, অধিদপ্তরে আমি নতুন এসেছি। যেখানে যে সমস্যা আছে তা সব সমাধানের চেষ্টা করছি। আমরা বন্দিদের নিয়েই কাজ করে আসছি। তাদের যাতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া ও জেলার মো. শরিফুল আলমকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অধিদপ্তরের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে