সাইফুল ইসলাম, খুলনা থেকে : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের উপস্থিতিতেই খুলনায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চ দখলকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার সমর্থকদের মধ্যে, কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ মঞ্চে উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা জেলা পরিষদ কার্যালয়ে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বক্তব্য রাখেন মাহাবুব উল আলম হানিফ। বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের আর কোন ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেন তিনি।
২৭ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/শাম/সিয়াম