ফুলতলা, খুলনা প্রতিনিধি: ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের খন্দকার জাহিদুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি গতকাল বিকালে নিজ বাগানের কাঁঠাল কাটার সময় তার নাকের উপর পড়ে মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায় খন্দকার জাহিদুল ইসলাম বিকালে একজন লোক নিয়ে নিজ বাগানে কাঁঠাল কাটতে যায়। এ সময় একজনে কাঁঠাল কেটে দিলে নিচে থাকা তার নাকের উপর এসে কাঁঠাল পড়লে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়। গত রাতেই পায়গ্রাম কসবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা অধ্যাপক মাহাবুব উল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি গাজী আশরাফ হোসেন আশু, এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু ও রুমন।
২৪ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস