সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৩:০৪

কঠোর নিরাপত্তার চাদরে খুলনার শহীদ মিনার

কঠোর নিরাপত্তার চাদরে খুলনার শহীদ মিনার

সাইফুল ইসলাম,খুলনা থেকে : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে নগরবাসী। আর নগরবাসীর নিরাপদে শ্রদ্ধাঞ্জলি জানানোর লক্ষ্যে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। হাদিস পার্কে প্রবেশের মেইন গেটে বসানো হচ্ছে দুইটি আর্চওয়ে এবং স্থাপন করা হচ্ছে ৮টি কোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

যেকোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ থাকেব সর্বোচ্চ সতর্কতায়। এছাড়াও থাকছে র্যাব ও বিজিবির টহল। সবমিলিয়ে এযাবতকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবারে ভাষা  দিবসের শ্রদ্ধাঞ্জলি জানানোর কর্মসূচীতে।

খুলনা মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর শহীদ হাদিস পার্কে যাওয়া বিভিন্ন সংগঠনের ভাষা দিবসের র্যালির নিরাপত্তা দেয়ার জন্য বিভিন্ন মোড়ে থাকবে স্ট্যাটিক ফোর্স।

এছাড়া শহীদ মিনারের চারপাশ, প্রধান গেট, শহীদ বেদীর চতুর্দিকে বিপুল সংখ্যক পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে। পাশাপাশি থাকবে গোয়েন্দা পুলিশ। এছাড়া শহীদ হাদিস পার্কের পার্শ্ববর্তী বিভিন্ন ছাদে থাকবে পুলিশ প্রহরা।

শহীদ হাদিস পার্কের ভিতরে বিভিন্ন স্থানে বসানো হবে ৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে পার্কের ভিতরে ও বাইরের বিভিন্ন দৃশ্য মনিটরিং করা হবে। প্রয়োজনমত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শহীদ হাদিস পার্কের সম্পূর্ণ মাঠ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে।

এদিকে খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং যথাযথ মর্যাদার মাধ্যমে অত্যন্ত শৃংখলাবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে আসা নগরবাসীকে শহীদ হাদিস পার্কে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সুন্দর এবং সারিবদ্ধভাবে হাদিস পার্কে নিজ নিজ সংগঠনের প্রবেশ এবং অন্যান্য সংগঠন ও নগরবাসীকে প্রবেশ করার সুযোগ দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

২১ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/শাম/সিয়াম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে