এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নতুন রাস্তায় এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ময়না সাতক্ষীরা মৌতলা এলাকার আরিফুল মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে অ্যাম্বুলেন্সে খুলনা আসছিলেন ময়না। নতুন রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ময়না ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অ্যাম্বুলেন্সে রোগী ও তার তিন স্বজন ছিলেন। দুর্ঘটনায় রোগী আরিফুল মোল্লার স্ত্রী মারা গেছেন। বাকিরা সামান্য আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. ফজলুল করিম।